
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অনলাইন স্ট্রিমিং পরিষেবার জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এ বাজারেও রমরমিয়ে টিঁকে রয়েছে ডিভিডি ভাড়ার দোকান! তাও আমেরিকায়। এই পুরনো দোকানের বাৎসরিক আয়ও বেশ ভালোই। ৪০ বছরের পুরনো দোকান ঘিরে বিস্ময়। কেন এই যুগেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি ওই পুরনো ডিভিডি ভাড়ার দোকানটির?
১৯৮৪ সালে হ্যাভারহিল সাফোকে কলিন রিচার্ডস তাঁর ভিডিও-র দোকান টিভিএল অলস্টার খুলেছিলেন। প্রাথমিকভাবে এই দোকানের ভিডিও টেপ ভাড়ায় দেওয়া হত। কিন্তু পরে, ডিভিডি ভাড়া দেওয়া হয়ে থাকে। রিচার্ডসের মতে, তাঁর দোকানের একটি অনুগত গ্রাহক সংখ্যা রয়েছে। যাঁরা ৪০ বছর ধরে দোকানট শ্রীবৃদ্ধিতে সহায়তা করেছেন। সময়ের নিরিখে এটি ইতিমধ্যেই, আমেরিকার জনপ্রিয় ডিভিডি ভাড়ার সংস্থা ব্লকবাস্টার'কে পরাজিত করেছে। ব্লকব্লাস্টার ২০১৩ সালে বন্ধ হয়ে গিয়েছিল।
নিউ ইয়র্ক পোস্টকে রিচার্ডস জানিয়েছেন, তিনি ভেবে ছিলেন তাঁর মাত্র বছর পাঁচেক চলবে। কিন্তু সেই ভাবনা ভুল ছিল। তবে যখন স্কাই, নেটফ্লিক্স বাজারে আসে, তখন রচার্ড আর ভয় পাননি। কারণ ততদিনে টিভিএল অলস্টার বাজারে তার ভিত শক্ত করে ফেলেছিল। পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি জনপ্রিয়তা পেতে শুরু করলে, রিচার্ডস তার ব্যবসায় বৈচিত্র্য আনার সিদ্ধান্ত নেন৷ ডিভিডি ভাড়া করা ছাড়াও, তাঁর দোকানে এখন খারাপ হয়ে যাওয়া ডিস্ক মেরামত করা হয়। চলে প্রিন্টিং পরিষেবাও৷ ফলে হ্যাভারহিলের অনেক বাসিন্দাদের জন্যই টিভিএল অলস্টারের জনপ্রিয়তা এখনও অটুট।
রিচার্ডসের ব্যাখ্যা, 'আমি এখানে ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। এখন আমি অবসর নিলেও, দোকানে প্রতিদিন আসি। এই দোকান আমার জীবনীশক্তি ফুরতে দেয়নি। আমি এতে খুশি। অনেক লোক আসে এবং প্রতিদিন আমাদের দেখে হয়। আমরা এখনও কাজের চ্যালেঞ্জ সামলাচ্ছি। আমরা এখনও লোকেদের সাহায্য করছি।"
দুই সন্তানের বাবা আরও জানান যে, অনেক বয়স্ক মানুষ তাদের নাতি-নাতনিকে দোকানে নিয়ে আসেন ঐতিহ্য়ের সঙ্গে পরিচয় করাতে। নতুন প্রজন্মের স্ট্রিমিং পরিষেবা সম্পর্কে রিচার্ডস বলেন, "অবশ্যই লোকেদের বাড়িতে স্ট্রিমিং পরিষেবা রয়েছে, কিন্তু পার্থক্য হল যখন কেই দোকানে আসেন এবং সিনেমার জন্য ডিভিডি বাছাই করে বাড়িতে নিয়ে যান তখন তিনি চলচ্চিত্রের প্রতি অনুগত। লাইভ স্ট্রিমিংয়ে অনেকেই বিভ্রান্ত হয়।"
৭১ বছর বয়সী রিচার্ডস জানান, তাঁর সংগ্রেহে থাকা ফরেস্ট গাম্প সিনেমা ডিভিডি সর্বাধিক জনপ্রিয়, যা ২০০০ বারের বেশি ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে, রিচার্জড এক সপ্তাহের জন্য ডিভিডি ভাড়া নেন ২.৫০ মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য ২৫০ টাকা।
এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভারতেই অবস্থিত, জানেন কোনটি?
ভাঁড়ে মা ভবাণী দশা পাক অস্ত্রভাণ্ডারের! ভারতের সামনে টিকতে পারবে মাত্র চার দিন, তাতেই এত আস্ফালন?
আত্মমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় এনসিপি
পাকিস্তানে ভূমিকম্প, কম্পন অনুভূত হল পাক অধিকৃত কাশ্মীরে
মাউন্ট ফুজির নাম করে পর্যটক টানার চেষ্টা, পাহাড়ের চুড়ো সাদা রঙে মুড়ে দিল চীন! টিকিট কেটে দেখতেও গেলেন অনেকে
তেল আবিব বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা, দিল্লি-তেল আবিব এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফিরিয়ে আনা হল আবু ধাবিতে
যুদ্ধ লাগলে মাত্র চারদিনেই কুপোকাত পাকিস্তান? সীমান্তে উত্তেজনার মাঝেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
গরমে ডিহাইড্রেশন থেকে সাবধান, কী বলছেন বিশেষজ্ঞরা
ঘুমেই রয়েছে দীর্ঘ জীবনের জিওনকাঠি, সামনে এল অবাক করা তথ্য
১০০ কিমি দীর্ঘ পথ ১২ দিন অবরুদ্ধ, যা বিশ্বের দীর্ঘতম ট্র্যাফিক জ্যাম বলে প্রসিদ্ধ, জানেন কোথায় হয়েছিল?
চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?
'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির
পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের
'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি
সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন